স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। বহিঃরাজ্যের ক্যান্সার আক্রান্ত রোগীকে নিজের চুল দান করে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল ত্রিপুরার পাঁচ বছর বয়সী শিশু কন্যা অনুসূয়া ঘোষ। রাজধানী বনেদি শিশু বিহার স্কুলের কেজি টু এর এই ছাত্রীর মানবিক সিদ্ধান্তে তোলপাড় গোটা সামাজিক মাধ্যম।
জানা যায়, মহারাষ্ট্রের নাগপুর ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৫০ বছর বয়স্ক মহারাষ্ট্র নিবাসী সংঘমিত্রা শালিগ্রাম নামে এক মহিলা। তিনি ক্যান্সারে আক্রান্ত। কেমো থেরাপির কারণে এই মহিলার মাথার চুল পড়ে গেছে। ব্যাঙ্গালোরের প্রাকৃতিক সামাজিক সংস্থা মহিলার মাথার চুল প্রতিস্থাপনের জন্য জনগণের কাছে আবেদন রাখেন চুল দান করতে। আগরতলার বরদোয়ালী নিবাসী অনিমেষ ঘোষের পাঁচ বছরের কন্যা মা-বাবার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এই আবেদনে সাড়া দেয়।
বয়সে ছোট হলেও চুলের প্রতি ছিল তার ভালোবাসা অপরিসীম এবং বয়সের তুলনায় তার মাথার চুলও ছিল অনেকটা বড়। কিন্তু এরপরও বাবা অনিমেষ ঘোষ ও মা সীমা চাকমার ইচ্ছার বিরুদ্ধে কোন আপত্তি করেনি ছোট্ট অনুসূয়া। বরং খুশি খুশি নিজের চুল দান করেছে অনুসূয়া। এই কাজটি করে বেশ আনন্দিত ও গর্বিত অনুসূয়ার মা-বাবাও। অনুসূয়ার মা শিক্ষিকা সীমা চাকমা বলেন, তাদের এই কাজটি দেখে যাতে সমাজের অন্যান্যরাও ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যে এগিয়ে আসে সেই লক্ষ্যে জনগণকে অনুপ্রাণিত করতেই তাদের এই প্রচেষ্টা।