বলিউডে নাকি আরও কোনো ছবিতে কাজই করতে চান না অভিনেত্রী নয়নতারা

অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। দক্ষিণী বিনোদন জগতের অন্যতম নামি তারকা তিনি। যে বিনোদন জগতে রাজ করেন রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনের মতো তাবড় অভিনেতারা, সেখানে ‘সুপারস্টার’-এর তকমা অর্জন করেছেন অভিনেত্রী নয়নতারা। সামান্থা রুথ প্রভুর মতো তারকাও অনুপ্রাণিত হন নয়নতারাকে দেখে। এ কথা নিজেই একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন সামান্থা।

দক্ষিণী বিনোদন জগতে নিজের অবস্থান শক্ত করার পর সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করেছেন নয়নতারা। প্রথম ছবিতেই কাজ করেছেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’। ছবিতে শাহরুখ ও নয়নতারার রসায়নও মনে ধরেছে দর্শক ও অনুরাগীদের। তা সত্ত্বেও পরিচালকের ওপর বেশ চটেছেন নয়নতারা। শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এর মতো ছবির মাধ্যমে অভিষেকের পরেও বলিউডে নাকি আরও কোনো ছবিতে কাজই করতে চান না অভিনেত্রী।

অ্যাটলির ‘জওয়ান’-এর মুখ শাহরুখ হলেও গোটা ছবিজুড়ে অভিনেত্রীদেরই রমরমা। নয়নতারা, দীপিকা পাড়ুকোনের মতো তাবড় অভিনেত্রীরা তো রয়েছেনই। পাশাপাশি, সান্যা মালহোত্র, প্রিয়ামণি, লেহর খান, সঞ্জীতা ভট্টাচার্যের মতো অভিনেত্রীরাও চুটিয়ে কাজ করেছেন ছবিতে। তাতেই নাকি রেগেছেন নয়নতারা। শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এর নিজের চরিত্র নিয়ে একেবারেই খুশি নন তিনি। যখন তিনি ছবির জন্য সায় দিয়েছিলেন, তখন নাকি তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তিনিই ছবির নায়িকা।

ছবি মুক্তির পর নাকি তিনি উপলব্ধি করেছেন যে, তাকে রীতিমতো উপেক্ষা করা হয়েছে ছবিতে। বরং, বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও দীপিকা তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছেন বলে মনে করছেন নয়নতারা। শাহরুখের ‘গার্ল গ্যাং’-এরও নাকি স্ক্রিনটাইম তার থেকে বেশি, দাবি নয়নতারার। সব মিলিয়ে তার চরিত্রকেই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। যে ছবি আদপে শাহরুখ ও তার ছবি হওয়ার কথা ছিল, তা আদপে শাহরুখ-দীপিকার ছবি হয়ে দাঁড়িয়েছে— যা একেবারেই মনে ধরেনি নয়নতারার।

এই ক্ষোভ থেকেই আগামী দিনে বলিউডে আর কোনো ছবি করতে চান না অভিনেত্রী। শুধু তাই-ই নয়, অ্যাটলির ওপরেও বেশ চটেছেন নায়িকা। তার সঙ্গেও ভবিষ্যতে আর কাজ করবেন কি-না, তা নিয়েও প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।প্রসঙ্গত, সম্প্রতি ‘জওয়ান’-এর সাফল্য উদযাপনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না নয়নতারা। নয়নতারা উপস্থিত না থাকায় সেই দিন শাহরুখের সঙ্গে ‘চলেয়া’ গানে নাচ করতে দেখা গিয়েছিল দীপিকাকেই। তার জায়গা দীপিকা বার বার দখল করে নেওয়াতেই কি আরও বেশি চটেছেন নয়নতারা? অনুরাগীদের ধারণা তেমনই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *