নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : সংসদে কু-কথা, ঘৃণার ভাষণে নয়া লজ্জার নজির গড়লেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। লোকসভায় চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে বলতে গিয়ে বাধা পেয়ে মেজাজ হারিয়ে উত্তর প্রদেশের আমরোহার বিএসপির সাংসদ কুনওয়ার দানিশ আলি-কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করলেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী।
সংসদের ভিতরেই বিএসপি সাংসদ দানিশ আলিক উদ্দেশ্য করে বিজেপির রমেশ বিধুরী বলতে থাকেন, ”ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায় (সন্ত্রাসী), উগরাওয়াদি হ্যায়, ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়,।” এরপর তিনি সাংসদ আলিকে, ”মোল্লা আতঙ্কওয়াদি, কাটোয়া” বলেন যখন তিনি এই সব কুকথা বলছেন, সংসদের টিভির সরাসরি সম্প্রচারে শোনা যায় তাঁর এই ”ঘৃণা ভাষণ”।বিজেপি সাংসদ রমেশ বিধুরী-র এই ঘৃণা ভাষণ নিয়ে গোটা দেশে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। সোশ্য়াল মিডিয়ায় রমেশ বিধুরীর ঘৃণা ভাষমের ভিডিয়ো শেয়ার করে নেটিজেনরা নিন্দা করছেন।