৪ বছর পর গৃহবন্দী থেকে মুক্ত মিরওয়াইজ, খুশি ব্যক্ত করলেন ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর : প্রায় ৪ বছর পর গৃহবন্দী থাকার পর শুক্রবার মুক্তি পেলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুক। মিরওয়াইজ উমর ফারুক প্রায় ৪ বছর ধরে গৃহবন্দী ছিলেন, শুক্রবার শ্রীনগরের জামিয়া মসজিদে জুমার নামাজ পাঠ করেন তিনি।এ বিষয়ে আপনি পার্টির প্রধান আলতাফ বুখারী বলেছেন, আমরা সুসংবাদ পেয়েছি যে মীরওয়াইজ সাহেব আজ জুমার নামাজ প্রার্থনা করবেন। ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-রাজ্যপালকে যারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

আমি আশা করি মিরওয়াইজ সাহেব এখানে শান্তিপূর্ণ পরিবেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন…আমরা আমাদের সন্তান, নারী, বোনদের জন্য শান্তি চাই।দেশের উন্নয়নের জন্য জম্মু ও কাশ্মীরে শান্তি অপরিহার্য।জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, “আমরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই। তাকে এতদিন গৃহবন্দী করে রাখা উচিত হয়নি। এখন যেহেতু তাকে মুক্তি দেওয়া হয়েছে তার মানে এখানে পরিস্থিতি এতটা খারাপ নয় এবং নির্বাচন হতে পারে। আমরা আশা করি তিনি এখন তার সামাজিক-ধর্মীয় ভূমিকা পালন করবেন।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *