স্টাফ রিপোর্টার, সাব্রুম ২০ সেপ্টেম্বর।। পরকীয়ার জেরে নিখোঁজ স্বামীর সন্ধান পেতে থানায় মিসিং ডায়েরি করলেন স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার অধীন বিজয়নগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম অজিত দত্ত।স্ত্রী পিউলী মজুমদার দত্ত জানিয়েছেন, ২০১৯ সালের ৫ আগস্ট অজিত দত্তের সাথে তার বিয়ে হয়। চলতি মাসের ৬ সেপ্টেম্বর অজিত দত্ত জয়া দেব নামে এক মহিলাকে নিয়ে পালিয়ে যায়। পিউলী এখন তাদের সন্ধান দিতে পুলিশের কাছে দাবী রেখেছেন। জানা গিয়েছে, অজিত দত্তের সাথে জয়া দেবের ফেসবুকে পরিচয় হয়।
তারপর তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। অজিতের বাড়ি সাক্রমের মনুঘাটে। সে সাক্রম বিদ্যালয় পরিদর্শকের অফিসে এলডিসি পদে কর্মরত। অন্যদিকে, জয়া দেবের বাড়ি সাক্রমের নেতাজীনগরে। তিনি পাইখলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এলডিসি । তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। আর এই পরকীয়ার জেরে গত ৬ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে যায় অজিত। স্ত্রী পিউলী মজুমদারের দাবি তারা অন্য কোথাও একসাথে থাকছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।প্রসঙ্গত, সামাজিক অবক্ষয় দিনেদিনেই বেড়ে চলেছে। পরকীয়ার জেরে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বাড়ছে নানা ধরনের অপরাধ প্রবণতা। সম্ভ্রান্ত পরিবারেও এইসব ঘটনা প্রকাশ্যে আসছে।