রেলযাত্রীদের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, বিলোনীয়া রেল পুলিশ স্টেশনের উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৯ সেপ্টেম্বর।। রাজ্যে রেলযাত্রীদের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রেলযাত্রীদের সুরক্ষাকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করেই রেল পুলিশ স্টেশন গড়ে তোলা হচ্ছে। মঙ্গলবার বিলোনীয়া রেল পুলিশ স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃমানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী জানান, নেশা সামগ্রী পাচার রোধ ও রেলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এই রেল পুলিশ স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি সৌমিত্র ধর, সুপারিনটেনডেন্ট অব পুলিশ অমিতাভ পাল।

প্রসঙ্গত, রাজ্যে রেল পরিষেবা ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। সেইসাথে রেলের সংখ্যাও বাড়ানো হচ্ছে। রেলকে ব্যবহার করে নানা ধরনের অপরাধ প্রবনতাও বাড়ছে। বিশেষ করে নেশা জাতিয় সামগ্রী চোরাচালান দেওয়া হচ্ছে। রেলে করে বহিঃরাজ্যে পাচার করা হচ্ছে গাঁজা। অন্যদিকে ফেন্সিডিল সহ নানা ধরনের নেশা জাতিয় কফ সিরাপ ও টেবলেট এবং ব্রাউন সুগার রাজ্যে আনা হয়। রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ যদি সমন্বয় তৈরী করে নেশা সামগ্রী চোরাচালানে কঠোর পদক্ষেপ নেয় তাহলে সফলতা আসবে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *