সমাজকল্যাণ দপ্তরের প্রকল্প ও পরিষেবা সম্পর্কে জনপ্রতিনিধিদের অবহিত থাকতে হবে : মন্ত্রী টিংকু রায়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : জনপ্রতিনিধিদের দায়িত্ব হল জনসাধারণের কাছে প্রকল্প ও পরিষেবাগুলি তুলে ধরা। বৃহস্পতিবার আগরতলার কুঞ্জবনে পেনশনার্স আবাস আশ্রয়ের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জেলার জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সমাজের অসহায় ও দুর্বল অংশের মানুষের কল্যাণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর কাজ করছে। দপ্তরের সামাজিক সহায়তাগুলি প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়াই দপ্তরের অগ্রাধিকারের ক্ষেত্র। দপ্তরের এই সমস্ত প্রকল্প ও পরিষেবার সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। জনপ্রতিনিধিগণ হচ্ছেন জনগণের সেবক। তাই সমাজকল্যাণ দপ্তরের প্রকল্প ও পরিষেবা সম্পর্কে জনপ্রতিনিধিদের অবহিত থাকতে হবে।

উল্লেখ্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন। মন্ত্রী টিংকু রায় আশা প্রকাশ করেন এই কর্মশালা জনপ্রতিনিধিদের সমাজকল্যাণ দপ্তরের প্রকল্প ও পরিষেবা সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয়ে সহায়ক ভূমিকা নেবে। তিনি বলেন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের প্রকল্প ও পরিষেবাগুলির বিষয়ে অনেকেই অবহিত নন। জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনসাধারণের কাছে এই প্রকল্প ও পরিষেবাগুলি তুলে ধরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *