গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে দুটি গাঁজা বাগান ধ্বংস করেছে কাঞ্চনপুর থানার পুলিশ

স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১৪ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে দুটি গাঁজা বাগান ধ্বংস করেছে কাঞ্চনপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ডিআইবির সহকারী পুলিশ সুপার মিহির দত্ত ও কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ উদয়ন দেববর্মার নেতৃত্বে কাঞ্চনপুর থানার বিশাল পুলিশবাহিনী সকাল থেকে গভীর জঙ্গলে গাঁজা বাগানের সন্ধানে তল্লাশি শুরু করে।

দীর্ঘ তল্লাশির পর কাঞ্চনপুর মহকুমার লুঙ্গিছড়া ভিলেজের গভীর জঙ্গলে দুটি গাঁজা বাগানের সন্ধান পায় পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ গাঁজা বাগান ধ্বংস করে আগুনে পুড়িয়ে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি বাগানে তিন হাজারেরও অধিক গাঁজার গাছ নষ্ট করা হয়েছে। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে। কিন্তু কারা এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত তা সন্ধানে ব্যর্থ পুলিশ।

উল্লেখ্য দীর্ঘদিন যাবত কাঞ্চনপুর মহকুমার দুর্গম পাহাড়ের গভীর জঙ্গলে লোকচক্ষুর আড়ালে একাধিক চক্র গাঁজা চাষ করে চলেছে। মাঝে মধ্যে পুলিশি অভিযানে গভীর জঙ্গলে কিছু কিছু গাঁজা বাগান পুলিশের নজরে আসলেও বাস্তবে কারা এই গাঁজা বাগানের সঙ্গে যুক্ত তাদের সন্ধান করতে ব্যর্থ পুলিশ। ফলে মহকুমার বিভিন্ন নির্জন স্থানে পাহাড়ি জনপদগুলিতে গাঁজার চাষ দিন দিন বেড়েই চলেছে। এই গাঁজাগুলি পরবর্তীতে বিভিন্নভাবে বাজারে আসছে এবং সাধারণ মানুষ নেশা হিসেবে গাঁজাকে ব্যবহার করছে। কাঞ্চনপুর মহকুমার শুভবুদ্ধিসম্পন্ন জনগণ অবিলম্বে গাঁজা চাষীদের চিহ্নিত করে আইনিভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *