স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ।। সমস্ত জল্পনা কল্পনার অবসান হল। প্রকাশিত হল জেআরবিটি পরীক্ষার ফলাফল। চাকরি প্রত্যাশীদের মধ্যে খুশির জোয়ার। বুধবার সন্ধ্যারাতে জেআরবিটি কর্তৃপক্ষ গ্রুপ সি পদের জন্য গৃহীত পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এই মেধা তালিকার ভিত্তিতেই চাকরি পাবেন প্রত্যাশী যুবক যুবতীরা। ধরে নেয়া যেতে পারে যাদের নাম মেধা তালিকায় রয়েছে তাদেরকেই অফার দেয়া হবে।
মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা ইতিপূর্বে বলেছিলেন যেকোন সময় জেআরবিটির ফলাফল প্রকাশিত হবে। সেই মোতাবেক বুধবার ফলাফল প্রকাশিত হয়েছে। যদিও পরীক্ষার ফলাফল ঘোষণার দাবীতে চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা ক্রমাগত আন্দোলন সংগঠিত করে আসছিল। গত একদিন আগে চাকরি প্রত্যাশীরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করে বলেছিল যাতে এমাসেই ফলাফল ঘোষণা করা হয়। বেকারদের প্রতি আন্তরিক মুখ্যমন্ত্রী মঙ্গলবারই জেআরবিটি কর্তৃপক্ষকে ফলাফল ঘোষণার ব্যাপারে বলেন। তাই বুধবার ফলাফল ঘোষণা দেয়া হয়েছে।
যদিও এখনও পর্যন্ত জেআরবিটি গ্রুপ ডি পদে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেনি। এই পদে ইন্টারভিউ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি তুলেছে চাকরি প্রত্যাশীরা। আশা করা যাচ্ছে পূজোর পরেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জেআরবিটির গ্রুপ সি পদে মেধা তালিকা প্রকাশিত হওয়ায় কয়েক সহস্রাধিক বেকারের সরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরী হল বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।