আধিকারিকদের বৃষ্টি-বিধ্বস্ত জেলাগুলিতে ত্রাণ পাঠানোর নির্দেশ যোগীর

লখনউ, ১২ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর আধিকারিকদের বৃষ্টি-বিধ্বস্ত জেলাগুলিতে ত্রাণকার্য পাঠানোর নির্দেশ দেন।উত্তরপ্রদেশ সরকার ১২ সেপ্টেম্বর বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী, আধিকারিকদের প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য ত্রাণ সরবরাহ করার নির্দেশ দেন। যোগী সরকার সরকারী বিবৃতি দিয়ে নির্দেশ দিয়েছেন যে যেসব জায়গায় বৃষ্টির ফলে জল জমে রয়েছে সেখানে জল নিষ্কাষণের ব্যবস্থা দ্রুত গতিতে করতে হবে।

এছাড়াও নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে কিনা সেগুলিকে সবসময় নজরে রাখারও নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ভারী বৃষ্টির ফলে ফসলের যে ক্ষতি হয়েছে, তারজন্য কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলা পরিদর্শন করেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সমীক্ষা করার নির্দেশ দেন। লখনউতে সোমবার সকালে অবিরাম বৃষ্টির ফলে বেশ কয়েকটি এলাকায় জল জমে যায়। তারফলে সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *