স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর : মেরি মিট্টি মেরা দেশ -এর অঙ্গ হিসেবে দিল্লীতে অমৃত বাটিকা তৈরি করতে ত্রিপুরা থেকে পাঠানো হবে মাটি। তাই বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা হচ্ছে মাটি। মঙ্গলবার এই কর্মসূচিতে অংশ নিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন সকালে আড়ালিয়া ব্রীজ সংলগ্ন তথা আগরতলা পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচি শুরু হয়।
প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য জানান, দিল্লিতে অমৃত বাটিকার অঙ্গ হিসেবে মেরি মিট্টি, মেরি দেশ স্লোগান তুলে বাড়ি বাড়ি থেকে মাটি সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এবং বুধবার দুদিন সারা রাজ্যে প্রতি বুথের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কার্যকর্তারা মাটি সংগ্রহ করছেন। এই মাটি সংগ্রহ করে বিজেপি প্রদেশ কার্যালয়ে মজুত রাখা হবে। তারপর এই মাটি দিল্লিতে পাঠানোর ব্যাবস্থা করা হবে বলে জানান তিনি। এদিন প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গে ছিলেন দলের অন্যান্য কর্মী সমর্থকরা।এদিকে, মঙ্গলবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রেও শুরু হয়েছে মাটি সংগ্রহ কর্মসূচি। ১২ এবং ১৩ সেপ্টেম্বর এই দুই দিন চলবে মাটি সংগ্রহের কাজ।
রাজ্যের অন্যান্য বিধানসভার প্রত্যেকটি বুথ এলকার সাথে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের ২৯,৩০,৩১ নং বুথেও মাটি সংগ্রহ করে এই বুথ এলাকার বিভিন্ন গৃহের আঙ্গিনা থেকে । এই মাটি সংগ্রহের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে নয়টা নাগাদ। এই দিনের কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন, বিজেপি দক্ষিণ জেলা কমিটির সম্পাদক দ্বীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ মন্ডলের সভাপতি সুশংকর ভৌমিক সহ ২৯, ৩০ ও ৩১ নং বুথের সভাপতি, সম্পাদক সহ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় দলীয় কার্যকর্তারা।