মণিপুরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় হত গ্রাম সুরক্ষা বাহিনীর তিন সদস্য, খবর সূত্রের

ইমফল, ১২ সেপ্টেম্বর : মণিপুরে নতুন করে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন গ্রাম সুরক্ষা বাহিনীর তিন সদস্য।সূত্রের খবর, মণিপুরে সহিংসতার এক নতুন ঘটনায় আজ মঙ্গলবার সকাল প্রায় ৮ :২০ মিনিট নাগাদ ইমফল পশ্চিম এবং কাংপপকি জেলার সীমান্তবর্তী কাংগুই এলাকার ইরেং ও করম ভাইফেইয়ের মধ্যবর্তী গ্রামে অতর্কিত হামলা চালানো হয়।

সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলায় অসামরিক নাগরিকদের নিয়ে গঠিত গ্রাম সুরক্ষা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।অতর্কিত হামলায় নিহত অসামরিক নাগরিকদের কে পোনলেনের সাতনিও তুবোই, কে পোনলেমের এনগামিনলুন লোভুম এবং লাংকিচোইয়ের এনগামিনলুন কিপগেন বলে শনাক্ত করা হয়েছে। নিহতরা কুকি-জো সম্প্রদায়ভুক্ত বলে সূত্রটি জানিয়েছে।জানা গেছে, গ্রামে হামলাকারী দুর্বৃত্তদের ধরতে চিরুণি তালাশি চালিয়েছেন ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের জওয়ানরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *