স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মরত সকল চুক্তিবদ্ধ চিকিৎসক ও কর্মচারিদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। বর্ধিত বেতন এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর হবে। আজ সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসু এ সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বেতন বৃদ্ধির ফলে রাজ্যের ২,০৫১ জন চিকিৎসক ও কর্মচারি উপকৃত হবেন।
স্বাস্থ্য সচিব আরও জানান, বেতন বৃদ্ধির ফলে বছরে ১৬.৭৮ কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। রাজ্য সরকার চুক্তিবদ্ধ চিকিৎসক এবং কর্মচারিদের চিকিৎসা ক্ষেত্রে আন্তরিক অবদানের কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে এক প্রতিনিধিদল তৈরি করে বেতন কাঠামো তৈরি করার জন্য অনুরোধ জানান। এই অনুরোধে সাড়া দিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের এনএইচএসআরসি-র আধিকারিকদের নিয়ে এক প্রতিনিধিদল রাজ্যে এসে বেতন কাঠামোর খসড়া তৈরি করেন। পরে এই বেতন কাঠামো কার্যকর করার অনুমোদন দেয় রাজ্য সরকার।
প্রতিনিধিদলটি বেতন কাঠামো তৈরি করার ক্ষেত্রে চিকিৎসক সহ অন্যান্য কর্মচারিদের চাকরি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা, কর্মক্ষেত্রে কাজের পরিসরের মাপকাঠি ইত্যাদি গুরুত্ব সহ পর্যবেক্ষণ করেন। সেই অনুসারে কর্মচারিদের বেতন হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডি কে চাকমা, জাতীয় স্বাস্থ্য মিশনের মেম্বার সেক্রেটারি ডা. নূপুর দেববর্মা প্রমুখ।