স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১২ সেপ্টেম্বর।। মাই হোম ইন্ডিয়া নামে একটি সংস্থা ঘোষিত এক্সপ্রেস রেল বিলোনিয়া স্টেশনে স্টপেজের দাবী করল। মাই হোম ইন্ডিয়া সংস্থার নাম দিলেও প্রকারন্তে সমস্ত মুখগুলি শাসক বিজেপি দলের সাথে জড়িত। বিলোনিয়া মন্ডলের সাধারণ সম্পাদক যেমন আছেন তেমন একটি গাঁওসভার প্রধান সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা এই সংস্থার সাথে জড়িত আছেন।
বলা যায় যেখানে সিপিআইএম দল সক্রিয় মিছিল করে ডেপুটেশনের মাধ্যমে বিলোনিয়া রেল স্টেশন মাস্টারের হাতে দূরপাল্লার ট্রেন স্টপেজ সহ আরো অন্যান্য দাবির লিখিত সনদপত্র তুলে ধরলেও সেই ক্ষেত্রে শাসক বিজেপি দলের নেতৃত্বদের মধ্যে কোন হেলদোল নেই। একটি সংস্থাকে দিয়ে বিজেপি নেতৃত্বরা দক্ষিণ জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়াতে হল।মাই হোম ইন্ডিয়া সংস্থার এক প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল স্টপেজ দেওয়ার দাবির স্মারক লিপি তুলে ধরেন জেলা শাসকের নিকট।
এদিকে সম্প্রত্তি, বিলোনিয়া ও ঋষ্যমুখ কেন্দ্রের দুই বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র সহ সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার ও বিলোনিয়া মহাকুমা কমিটির সম্পাদক তাপস দত্তের নেতৃত্বে কাঞ্চনজঙ্ঘা রেল এক্সপ্রেস সহ দূরপাল্লা এক্সপ্রেস যাতে বিলোনিয়া রেল স্টেশনে স্টপেজ ঘোষণা করে এই দাবিতে সরব হয়ে মিছিল করে ডেপুটেশন প্রদান করে।এখানেই শেষ নয় উত্তর পূর্বাঞ্চলের সদর দপ্তরেও চিঠি পাঠিয়ে এই দাবি জানান। সেই ক্ষেত্রে পিছিয়ে পড়া শাসকদলের কারণে মাই হোম ইন্ডিয়া সংস্থার নাম দিয়ে প্রচারে বের হয়ে শাসক বিজেপি দলের ডেমেজ কন্ট্রোল করতে চাইছে।