কুমারঘাটে নেশা সামগ্রী সহ সাত যুবক গ্রেফতার, তিনটি বাইক ও গাড়ি বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৫ সেপ্টেম্বর।। নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কুমারঘাট থানার পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের উপর ভিত্তি করে কুমারঘাট থানার পুলিশ কুমারঘাট শহর সংলগ্ন তিনটি স্থানে অভিযান চালিয়ে নেশা দ্রব্য সহ সাত জন নেশা বিক্রেতাকে গ্রেফতার করে।

তাদের কাছ থেকে ১৫ টি মোবাইল ফোন, ৩টি বাইক, ১টি মারুতি সুজুকি গাড়ি ও নগদ ৬০ হাজার ১০০টাকা এবং ২২৩টি ব্রাউনসুগারের কৌটা থেকে প্রায় ১৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ব্রাউনসুগারের বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা । আটক করা হয়েছে রিপন দাস, আব্দুল জলিল, লক্ষণ দাস, অনুজ দাস, রাজু দেবনাথ, রুবেল দাস ও নিরঞ্জন রবি দাসকে। কুমারঘাট থানার পুলিশ এনডিপিএস এর আওতায় মামলা নিয়ে আটক করা যুবকদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানিয়েছেন কুমারঘাট থানার ওসি শংকর সাহা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *