স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে সিপিএমের সুরেই সুর মিলিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিকদের জানিয়েছেন এই দুই কেন্দ্রে উপনির্বাচন মূলত প্রহসন। কিছু বুথে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেও অধিকাংশ বুথেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা দাবি করেছেন সোমবার রাত থেকেই ওই দুই কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটারদের প্রভাবিত করা হয়েছে। একটি নির্দিষ্ট দলের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য চাপ দেয়া হয়েছে। কোথাও কোথাও মঙ্গলবার সকাল থেকেই ভোটারদের বাড়িঘর থেকে বের হতে দেয়া হয়নি। নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এক অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। এককথায় এই উপনির্বাচন প্রহসনাত্মক বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।