স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৫ সেপ্টেম্বর।।এনআইএমএসএমই তথা নিমসমি হায়দ্রাবাদ এবং দক্ষিণ ত্রিপুরা জেলা শিল্প কেন্দ্রের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিলোনীয়া সার্কিট হাউসে। একদিনের এই কর্মশালা মূলত জেলা শিল্প দপ্তরের কৌশলগত ও পরিকাঠামোত উন্নতির।
সরকারের বিভিন্ন ধরনের স্কিম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন নিমসমি প্রজেক্ট ডাইরেক্টর সঞ্জীব দে। এছাড়া এই কর্মশালায় উপস্থিত ছিলেন ডি আই সি দক্ষিণ জেলার জেনারেল ম্যানাজার হিমাদ্রি প্রসাদ নাথ, স্টেট কোঅর্ডিনেটর সুমন শীল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল মনোরঞ্জন দাস প্রমুখ। এছাড়া এদিনের কর্মশালায় বিভিন্ন ব্যবসায়ী, ব্যাংকার, এন্টারপ্রেনার এবং বিভিন্ন স্কিমের সুবিধাভোগীরা এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন। এছাড়া এই কর্মশালাতে অংশ নিয়ে ব্যাবসায়ী, এক্সপোর্ট -ইমপোর্টাররা মত বিনিময় করেছেন।