স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের কর্মসংস্কৃতি লাটে, অভিযোগের সত্যতা পেলেন স্বাস্থ্য অধিকর্তা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের কর্মসংস্কৃতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য অধিকর্তা ডঃ সুপ্রিয় মল্লিক। তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম পরিদর্শনকরলেন। পরিকল্পনার অভাবে হাসপাতালে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

পঞ্চাশশয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসকের সংকট নেই। তারপরও পরিষেবা নিয়ে নানা সময়ে উঠে আসছে বহু অভিযোগ। এইসব অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে আচমকা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিকর্তা। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরিস্কার পরিচ্ছন্নতার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে তিনি জানিয়েছেন।
পাশাপাশি পরিকল্পনামাফিক কাজ করা হচ্ছে না। তাতে নানা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে রোগীদের। অবিলম্বে এই হাসপাতালের সামগ্রিক পরিষেবার মান উন্নত করার জন্য দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেয়া হবে। তবে এক্ষেত্রে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও আন্তরিকতার সাথে কাজ করা প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা ডঃ সুপ্রিয় মল্লিক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *