কৈলাসহর থানার লকআপ থেকে পলাতক আসামী গ্রেফতার, সাসপেন্ড দুই পুলিশ কর্মী

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৪ সেপ্টেম্বর।। কৈলাসহর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেপ্তার করল পুলিশ। তার নাম আসব আলী। তার বিরুদ্ধে ২০২২ সালে ডাকাতির অভিযোগে কৈলাসহর থানায় একটি মামলা রয়েছে।

ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জানগীর জানান, কৈলাসহর লক্ষীপুর এলাকার বাসিন্দা আসব আলীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ছিল। যার কেইস নম্বর হল ৭২/২২। ভারতী দন্ডবিধির ২৪/ ১১/২২ ধারায় কৈলাসহর থানার পুলিশ আসব আলীকে গত ১ সেপ্টেম্বর গ্রেফতার করে এবং পরদিন তিন দিনের রিমান্ড চেয়ে তাকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে।

কিন্তু সে কৈলাসহর দায়রা আদালত থেকে পালিয়ে গিয়েছিল। পরবর্তীকালে কৈলাসহর থানার পুলিশ ওইদিনই তাকে পুনরায় কৈলাসহর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযোগ গতকাল বিকেল বেলা কৈলাসহর থানার লকআপ থেকে সে পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালিয়ে যায়। এরপর কৈলাসহর থানার পুলিশ এবং ইরানি থানার পুলিশ জোর তল্লাশি চালায় এবং প্রতিটি নাকা পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয় গতকাল রাত থেকে।

সোমবার সকালে তার নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে এখনো পর্যন্ত দুইজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং এই মামলার তদন্তকারী অফিসারের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। পাশাপাশি পুরো ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল আসব আলিকে পুনরায় কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার কান্তা জানগীর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *