বক্সনগরে আক্রান্ত সিপিএম নেতা গুরুতর আহত, ভর্তি জিবি হাসপাতালে

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৫ সেপ্টেম্বর।। সোমবার রাতে একদল বিজেপি আশ্রীত দুস্কৃতিরা সোনামুড়া থেকে বাড়ি ফেরার সময় সিপিআই (এম) বক্সনগর লোকাল কমিটির সদস্য এবং কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত-এর প্রাক্তন প্রধান আবু জাফরকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেছে ।

গতকাল রাত ৮-০০ টার দিকে যশমুড়া এলাকায় স্থানীয় বিজেপি নেতাদের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হল যে বিজেপি আশ্রীত দুস্কৃতিরা সিপিআই (এম) কর্মী আবু জাফরের পরিবারের সদস্যদের তাকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পরে আহত আবু জাফরকে আগরতলার জিবিপি হাসপাতালে পাঠানো হয়। এমনকি গতকাল রাতে খোদ সিপিআই (এম) সমর্থকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বক্সনগরের উপনির্বাচন প্রহসনে পরিণত হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *