স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ সেপ্টেম্বর।। মেয়ের সহপাঠী নাবালিকাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের সাজা দিলেন গোমতী জেলার অতিরিক্ত বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারী গোমতী জেলার শিলাছড়ি থানাধীন ঘোড়াকাপ্পা এলাকার বাসিন্দা কাচ্চাকলা এিপুরার বাড়িতে তার মেয়ের সঙ্গে খেলতে গিয়েছিল পাশের বাড়ির আট বছরের এক নাবালিকা কন্যা। কাচ্চাকলা এিপুরার বাড়িতে কেউ না থাকায় প্রথমে আট বছরের শিশু কন্যাকে যৌন লালসা মিটিয়ে বাড়ির পাশেই একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে।
সেই দিন নাবালিকা কন্যাটি রাতে বাড়িতে না যাওয়া তার বাবা শিলাছড়ি থানাতে মেয়ের নিখোঁজ সংবাদ জানায়। পুলিশ সেই দিন রাত্রে ঘটনাস্থলে ছুটে যায়। অনেক খোঁজাখুঁজি করে শিশু কন্যাটিকে না পেয়ে পরের দিন আবার শিলাছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে পুলিশ কাচ্চাকলা এিপুরার বাড়ি পাশে শিশু কন্যাটির মূতদেহ উদ্ধার করতে সমর্থ হয় এবং কাচ্চাকলা এিপুরাকে থানায় নিয়ে আসে।
পুলিশি জিজ্ঞাসাবাদে কাচ্চাকলা এিপুরা শিশু কন্যাটিকে হত্যার ঘটনা স্বীকার করে। গোমতী জেলার অতিরিক্ত বিচারক ৩৫ জনের সাক্ষ্য বাক্য গ্ৰহন করার পর মঙ্গলবার রায় ঘোষনা করেন। গোমতী জেলার অতিরিক্ত সরকারি আইনজীবী পল্টু দাশ জানান ভারতীয় দন্ডবিধির ৩৬৩/৩৭৩( এ)/৩৭৩( এ বি) /৩০২ এবং পকসো আইনে তার আমুত্যু কারাবাস ঘোষণা করেন বিচারক। এই মামলায় শিলাছড়ি থানার এস আই জয়ন্ত মালাকার ছিলেন তদন্তকারী অফিসার।