স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৪ সেপ্টেম্বর।। চতুর্থ শ্রেণীর এক ছাত্রী নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করল। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সিপাহীজলা জেলার বিশাললগড়ের পূর্ব গকুলনগরে। মৃতার নাম দীপা সরকার। বয়স দশ বছর। স্কুলছাত্রীর এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ।
মৃতার মা জানিয়েছেন, এদিন দুপুরে নিজের বাড়িতেই একটি গাছের মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁসি লাগিয়ে দেয় বাড়ির লোকজনের অলক্ষে। হঠাৎ তাকে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়ে বাড়ির লোকজন সাথে সাথেই নামিয়ে বিশালগড় হাসপাতালে নিয়েযান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দীপকে মৃত বলে ঘোষণা করেন।
কি কারণে ওই দশ বছরের শিশুকন্যা জীবনের চড়ম সিদ্ধান্ত নিল এনিয়ে চলছে জোর গুঞ্জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চতুর্থ শ্রেণীর ছাত্রী দশ বছরের দীপার এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।