নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রিপার গাড়ি পড়ল গভীর খাদে, আশঙ্কাজনক অবস্থা চালকের

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৪ সেপ্টেম্বর।। নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রিপার গাড়ি পড়ল লুঙ্গায়। অল্পেতে প্রাণ রক্ষা পেলেও গুরুতর জখম হতে হয়েছে চালককে। তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোমতী জেলার টেপানিয়া হাসপাতালে। দূর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে চারটায় গন্ডাছড়া মহকুমার থানারাই পাড়া সংলগ্ন এলাকায়।

জানা যায়অমরপুর থেকে ১৭৫৮ নম্বরের একটি ইট বোঝাই ট্রিপার গাড়ি গন্ডাছড়া মহকুমার উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়িতে চালক হিসাবে ছিলেন অমরপুর মহকুমার থালছড়ার বাসিন্দা বর্ণ জমাতিয়া। ছিল সহ চালকও। ইট বোঝাই ট্রিপার গাড়িটি গন্ডাছড়া মহকুমার অন্তর্গত থানারাই পাড়ার একটি আপ উঠতে গিয়ে গাড়িটি আর উঠতে পারছিলো না। দুর্ঘটনার আঁচ পেয়ে গাড়ির সহ চালক গাড়ি থেকে লাফিয়ে পড়লেও চালক গাড়িতেই আটকা পড়ে।

নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রিপার গাড়িটি প্রায় পঞ্চাশ ফুট নিচে একটি লুঙ্গায় পড়ে যায়। এতে গুরতর ভাবে আহত হয় চালক বর্ণ জমাতিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত চালককে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে পৌছায় দমকল কর্মীরা। আহত চালকের অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে জরুরী ভিত্তিতে গোমতী জেলার টেপানিয়া হাসপাতালে পাঠান গন্ডাছড়া মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *