স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৪ সেপ্টেম্বর।। উদয়পুরে রাজারবাগে গ্ৰামীন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের অপেক্ষা। দীর্ঘ দিন ধরে উদয়পুর মহকুমায় রাজারবাগ এলাকায় জনগনের একটা দাবি ছিল তাদের এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার। এনিয়ে এলাকার লোকজন বছরের পর বছর এই দাবি জানানো হলেও স্বাস্থ্য দপ্তর এনিয়ে নজর দেয়নি এলাকার উন্নয়নের জন্য। অবশেষে পঞ্চম অর্থ কমিশন এবছর রাজারবাগ এলাকায় একটি গ্ৰামীন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য ৯৮ লক্ষ্য টাকা বরাদ্দ করেছে।
২০২২ সালে ১৬ ই অক্টোবর রাজারবাগ এলাকায় এই গ্ৰামীন স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য জন্য রাজ্যের অর্থমন্ত্রী ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর কাজ চলছে দ্রুত গতিতে। সোমবার কাজ ঠিক মতো হচ্ছে কিনা তা পরিদর্শনে যান গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডা:কমল রিয়াং, গোমতী জেলার ডি পি এম রনময় দেব এবং গোমতী জেলার ডি এম ই জয়ন্ত চক্রবর্তী। তাঁরা কাজের গুনগত মান ঠিক ভাবে হচ্ছে কিনা এবং কতটুকু কাজ অগ্ৰগতি হয়েছে তার বিশদ খতিয়ে দেখেন।
পরে তাঁরা জানান পঞ্চম অর্থ কমিশন যে টাকা দিয়েছে তারপরও স্বাস্থ্য দপ্তর আরও আট লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ করেছে পানীয় জল, বাউন্ডারী ওয়াল দেওয়া সহ নানাবিধ কাজের জন্য। ডা: কমল রিয়াং জানান এই রাজারবাগ এলাকায় গ্ৰামীন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার প্রায় এিশ হাজার লোক পরিষেবা পাবেন। তাদের আর কষ্ট করে মহকুমা হাসপাতাল কিংবা গোমতী জেলা হাসপাতালে ছুটে যেতে হবে না।
তবে এই গ্ৰামীন হাসপাতালে রোগী ভর্তি করা হবে না। সকাল নয়টা থেকে বিকেল চারটা এিশ মিনিট পর্যন্ত আউটডোর খোলা থাকবে। কোন রোগী ইমারজেন্সি হয়ে আসলে সেখানে কয়েক ঘণ্টা রেখে পরিষেবা দেবার ব্যবস্থা থাকবে। এই রাজারবাগ গ্ৰামীন হাসপাতাল চালু করা হলে চিকিৎসক, নার্স, ফার্মাািষ্ট ,সহ সব ধরনের কর্মী নিয়োগ করা হবে বলে জানান গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং।স্বাস্থ্য দপ্তরআশা করছে সম্ভব হলে দূর্গা পূজার আগে উদ্ধোধন করার জন্য।যদি কোন কারণে পূজার আগে উদ্ধোধন সম্ভব না হয় তাহলে পূজোর পর যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করা হবে।