জমি দান করে চাকরি না পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন জমির মালিক

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৯ আগস্ট।। চাকরি না পেয়ে জমি দানকারী পরিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিয়ে দিলেন। এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশেপাশে বেড়া দিয়ে দিলেন। এলাকার কিছু বখাটে যুবক মিলে জোরজবস্তি করে সে বেড়া ও তালা ভেঙ্গে দেয়। ঐ সমস্ত বখাটে যুবকরা জমি দানকারী পরিবারের সদস্যদের উপর আক্রমণ ও বিশ্রী ভাষায় গালমন্দ করেন বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন চন্দনমুড়া স্কুল সংলগ্ন প্রাক্তন বওধায়ক সুভাষ চন্দ্র দাসের বাড়ির সঙ্গে উপেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা যায় আজ থেকে ২২ বছর আগে সোনামুড়ার চন্দন মুড়ার উপেন্দ্র চন্দ্র দাস ও তার পরিবারের তিন ছেলে নারায়ণ দাস, বাবুল নারায়ণ দাস, নিপেন্দ্র নারায়ণ দাস, চন্দন মুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে করার জন্য মৌখিকভাবে দেড় গন্ডা জায়গা দান করেন। কথা ছিল জমি দানকারী পরিবারের সদস্যদের মধ্যে যেকোন একজনকে চাকরি দেওয়া হবে।

কিন্তু সেদিন হেলপারের চাকরি দিলে তখন জমি দানকারী ও জমি দানকারী পরিবারের সদস্যরা তা মেনে নেননি। তখন প্রতিশ্রুতি দিয়েছিল উপেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমনির চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে বা তিনি কোন প্রমোশন হলে জমি দানকারী পরিবারের সদস্যদের মধ্যে চাকরি দেওয়া হবে। ওই সময় সিপিআইএমের সরকার ছিল এবং বর্তমানেও সিপিআইএমের লোকগুলি ভারতীয় জনতা পার্টি করছে।

দুমাস আগে এই চন্দন মুড়ার উপেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমনির প্রমোশন হয়ে অন্যত্র কোথাও চলে যান। আর এই সুযোগে জমি দানকারী পরিবারের সদস্যরা তাদের পরিবারের যেকোনো একজনকে চাকরি দেওয়ার কথা বললে তখন ওখানকার স্কুল কমিটি ও ভারতীয় জনতা পার্টির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জমি দানকারী পরিবারের সদস্যদের কাউকে চাকরি না দিয়ে, যিনি এই অঙ্গনারী সেন্টারে প্রমোশন পেয়ে অন্যত্র চলে গেছেন তার পরিবারের এক সদস্যকে চাকরি দিয়ে দিলেন।

শেষ পর্যন্ত বাধ্য হয়ে জমি দানকারী পরিবার সদস্যরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ও বাউন্ডারিতে বাঁশের বেড়া দেন। দুমাস পর এলাকার কিছু দুষ্কৃতী মিলে ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে ওই বেড়া এবং তালা ভেঙ্গে দেয়। এরপরে জমি দানকারী পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে জমি দানকারী পরিবারের সদস্যদের ওপর আক্রমণ ও বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে ওই বখাটে কিছু যুবকরা এবং জমি দানকারী পরিবারের এক মহিলার উপর ওই বখাটে যুবকরা আক্রমণ করেন বলে অভিযোগ। এই বিষয়ে জমি দানকারী পরিবারের সদস্যরা ওই সমস্ত বখাটে যুবকদের বিরুদ্ধে সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *