স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৯ আগস্ট।। চলতি মাসে কেন্দ্রীয় সরকার থেকে বরাদ্দকৃত ৩৩ কোটি টাকা ব্যয়ে নতুন করে উদয়পুর রেলস্টেশনের কাজ শুরু হয়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত ধরে ভারতবর্ষের মধ্যে ৫০৮টি নতুন করে রেলস্টেশন অত্যাধুনিক করার কাজ শুরু হয়েছিল। উদয়পুর রেলস্টেশনেও এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে।
ভারতীয় রেল মন্ত্রক থেকে ৩৩ কোটি টাকা ব্যয়ে নতুন করে কাজ শুরু করলেও তা শুধুমাত্র লোক দেখানো কাজ চলছে উদয়পুর রেলস্টেশনে। অভিযোগ যে জায়গাতে ভাল গুনমামসম্পন্ন সরঞ্জাম লাগানোর কথা সেই জায়গায় নিম্নমানের সরঞ্জাম লাগিয়ে কাজ খালাস করে দিচ্ছে কর্তব্যরত ঠিকাদার।
জানা যায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বহিঃরাজ্যের। কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা ব্যয়ে নতুন করে কাজ করার কথা বললেও সরকারকে কালীমালিত্ব করার জন্য কর্তব্যরত ঠিকাদার মরিয়া হয়েছেন। যেই জায়গায় বালি দেওয়ার কথা সেই জায়গায় দিয়ে দিচ্ছে মাটি । গত কয়েকদিন আগে কর্তব্যরত ইঞ্জিনিয়ার কাজের নিম্নমান দেখে কাজ বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে পুনরায় কাজ চালু হলেও রাতে মাটি এবং বালি মিশিয়ে দিব্যি কাজ করে যাচ্ছে কর্তব্যরত ঠিকাদারের লোকেরা।
এ বিষয়ে শ্রমিকদের প্রশ্ন করা হলে তারা সাফ জানিয়ে দেয় কাজ নাকি খুবই ভালো হচ্ছে। তাদেরকে বদনাম করার জন্য কয়েকজন মরিয়া হয়ে রয়েছেন। কিন্তু বাস্তবে এক প্রত্যক্ষদর্শী এই প্রতিবেদককে জানিয়েছে সত্যিই উদয়পুর রেলস্টেশনে নিম্নমানের কাজ করা হচ্ছে। অবিলম্বে তা খতিয়ে দেখার দাবী উঠেছে।