স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৯ আগস্ট।। লংতরাইভেলী মহকুমার মনু ব্লকের অন্তর্গত ধুমাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মঙ্গলবার তালা ঝুলিয়ে দিল স্থানীয় আশা কর্মীরা। জানা গেছে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে পাঁচটি সাব সেন্টার রয়েছে। এই সাব সেন্টারগুলিতে মোট ৩২ জন আশা কর্মী রয়েছেন গ্রামীন এলাকার গর্ভবতী মায়েদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও সুবিধা প্রদানের জন্য। এই আশা কর্মীরা গর্ভবতী মায়েদের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এনে গর্ভবতী কালীন সময়ে টিকা প্রদান সহ বিভিন্ন ওষুধপত্র ও চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে সহায়তা করে থাকেন। একজন গর্ভবতী মহিলার সঠিক প্রসব সম্পন্ন হওয়ার পর নিযুক্ত আশা কর্মী প্রাপ্য মজুরি পান।
কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, এখানে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব প্রায় করানো হয় না বললেই চলে। কারণ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুইজন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে একজন প্রায়ই ছুটিতে থাকেন। ফলে একজন চিকিৎসকের পক্ষে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাভাবিক চিকিৎসা পরিষেবা বজায় রেখে গর্ভবতী মহিলাদের প্রসব করানো সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ গর্ভবতী মহিলাদের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার করে দেওয়া হচ্ছে জেলা হাসপাতালে।
স্থানীয় আশা কর্মীদের পক্ষে গর্ভবতী মায়েদের সঙ্গে জেলা হাসপাতালে যাওয়া কিংবা থাকা সম্ভব হচ্ছে না। যার ফলে গর্ভবতী মহিলাদের পরিষেবা প্রদান করেও সন্তান প্রসবের সময় সঙ্গে থাকতে না পারায় নিজেদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার আশা কর্মীরা। তাই এলাকার আশা কর্মীরা নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদে সামিল হন।