স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৮ আগস্ট।। সঠিক স্বাস্থ্য পরিষেবা না পেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ বিলোনিয়া মহকুমাধীন নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ভবানীপুর এলাকার সুমন দাসের সাড়ে চার বছরের শিশু কন্যা জয়শ্রী দাস গত রবিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর পরিবারের পক্ষ থেকে নিহার নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে শিশুকন্যা জয়শ্রীকে।
সঠিক পরিষেবা ছাড়া দুই দিন ধরে স্বাস্থ্য কেন্দ্রে রেখে দেওয়া হয় জয়শ্রীকে এমনই অভিযোগ পরিবারের। অবশেষে জয়শ্রীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে বিলোনীয়া মহকুমা হাসপাতালে রেফার করে দেন। হাসপাতালে আসার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনতেই শিশুর মা বাবা,আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রসঙ্গত, রাজ্যের কিছু কিছু স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ দীর্ঘদিনের। উদাসীনভাবে চলছে উপ স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হেলদোল নেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। যখন তখন নিজ খেয়ালখুশি মতো চিকিৎসক স্বাস্থ্য কেন্দ্রে আসছে আর যাচ্ছেন। বেশিরভাগ ডাক্তারবাবুরা প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন। ঘন্টার পর ঘন্টা চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে থাকতে হয়।