ককবরক ভাষার রোমান হরফের দাবীতে টিএসএফের ডাকা বনধে গ্রেপ্তার বহু পিকেটার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ আগস্ট।। ককবরক ভাষার রোমান হরফের দাবীতে সোমবার জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফের ডাকা বনধ চলছে ত্রিপুরার বেশ কয়েকটি এলাকায়। যেসব এলাকায় সকাল সন্ধ্যা ১২ ঘন্টার বনধ আহ্বান করা হয়েছে সেগুলি হল বড়মুড়া তথা হতাইকাতর, চম্পকনগর, হেজামারা, বিশ্রামগঞ্জ ও মনুঘাট। সোমবার সকালে বনধ আহ্বানকারী সংগঠনের কর্মী সমর্থকরা পিকেটিং করছেন। পুলিশ পিকেটারদের আটক করেছে। আগরতলায় সার্কিট হাউস এলাকায় বহু পিকেটারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সুযোগ চেয়ে গত ৫০ বছর ধরে দাবি জানানো হচ্ছে। বর্তমান সরকারের কাছে দুইমাস আগে একটি দাবি সনদ পেশ করা হয়েছিল। কিন্তু সরকারের কাছ থেকে কোন ধরনের বিবৃতি পাওয়া যায়নি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৮ আগস্ট হতাইকাতর, চম্পকনগর, হেজামারা, বিশ্রামগঞ্জ এবং মনুঘাটে ১২ ঘন্টার বনধ পালন করার।

শনিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই বনধের ঘোষণা দিয়েছিলেন টি এস এফ -এর সাধারণ সম্পাদক হাউমনু জমাতিয়া। তবে সোমবাট এ বনধের আওতার বাইরে রয়েছে জরুরী পরিষেবার যানবাহন এবং দোকানপাট।

প্রসঙ্গত, ককবরক হচ্ছে ত্রিপুরার জনজাতি অংশের মানুষের একটি ভাষা। এই ভাষার রোমান হরফের দাবী উঠেছে কয়েক দশক আগেই। বাম জমানাতেও এই ভাষার রোমান হরফ চালু করা হয়নি। সরকার পরিবর্তন হয়েছে তারপরও রোমান হরফ চালু করা হয়নি। টিএসএফের এই বনধকে সমর্থন করেছে এনএসইউআই সহ আরও কয়েকটি ছাত্র যুব সংগঠন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *