এথেন্স পৌঁছলেন মোদী, ৪০ বছরের মধ্যে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গ্রিস সফর

অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। গ্রিসের রাজধানী এথেন্স পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গ্রিসের রাজধানীতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী মোদী তাঁর গ্রীক সমকক্ষ কিরিয়াকোস মিৎসোটাকিসের আমন্ত্রণে গ্রিসে সরকারি সফরে এসেছেন। ৪০ বছরের মধ্যে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গ্রিস সফর।

প্রধানমন্ত্রী মোদী মিটসোটাকিসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করবেন। তিনি উভয় দেশের ব্যবসায়ী নেতাদের পাশাপাশি গ্রিসে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *