অনলাইন ডেস্ক,, ২৫ আগস্ট।। ভারী বৃষ্টির জেরে সিকিমে ভয়াবহ ধসে মৃত্যু হয়েছে এক শিশুর । একইসঙ্গে ওই এলাকায় একাধিক রাস্তায় ধস নেমেছে। এতে বন্ধ হয়েছে অনেকগুলি রাস্তা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম সিকিম এলাকায় ধস নেমেছে। সেখানের লোয়ার লুংচক এলাকায় মৃত্যু হয়েছে বছর চারেকের এক শিশুর।
জানা গিয়েছে, ধসের জেরে সেখানে নর বাহাদুর ছেত্রী নামে একজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাতেই শিশুটির মৃত্যু হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, এই ধসের কারণে বন্ধ পশ্চিম সিকিম জেলার অধিকাংশ রাস্তা।
এদিকে, সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে, আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, সিকিম এবং বিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।