টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। অশ্লীল ভিডিও তৈরী করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল প্রতারক প্রেমিক। বিষয়টি মেনে নিতে মা পেরে বিষপানে আত্মঘাতী হল প্রেমিকা। কলেজছাত্রীর এই চড়ম সিদ্ধান্তে শোকের ছায়া নেমে এসেছে খোয়াইয়ে।
ঘটনায় বিবরণে জানা যায়, খোয়াই কলেজের ছাত্রীর সাথে বিশালগড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার আশিস শীল নামে এক যুবকের আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই যুবক প্রেমের ছলনা করে ছাত্রীর বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করে বিভিন্ন সময় টাকা-পয়সার জন্য ব্ল্যাকমেল শুরু করে। অতিরিক্ত মানসিক যন্ত্রণার পর ছাত্রীটি ২১ আগস্ট বিষপান করে নিজ বাড়িতে।
তারপর পরিবারের লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় তাক নিয়ে যায় কল্যাণপুর হাসপাতালে। কিন্তু কল্যাণপুর থেকেরেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবতী। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকজন ওই যুবকের কঠোর শাস্তির জন্য থানার দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে।