নয়াদিল্লি, ২৪ আগস্ট।। চাঁদের মাটি ইতিমধ্যেই ছুঁয়েছে ভারত। এবার চাঁদে হাঁটতেও শুরু করে দিল ভারত। বৃহস্পতিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পক্ষ থেকে টুইট (এক্স) করে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ রোভারটি ল্যান্ডার থেকে নেমে এসেছে এবং চাঁদে হাঁটতে শুরু করেছে ভারত। ইনস্পেসের চেয়ারম্যান পবন কে গোয়েঙ্কা রোভারের ছবি টুইট করে জানান, “ল্যান্ডার থেকে বেরিয়ে আসা রোভারের প্রথম ছবি।
বিক্রম যখন চাঁদে নেমেছিল, তখন সেখানে সবে ভোর হয়েছে। ভোরের আলো ফোটার কিছু পরেই বিক্রমের দরজা খুলে গিয়েছে। তার ভিতর থেকে বেরিয়ে এসেছে প্রজ্ঞান। আগামী ১৪ দিন রোভারটি চাঁদে কাজ করবে। এর শক্তির উৎস সূর্য। সোলার পাওয়ারেই গুটি গুটি পায়ে হাঁটাচলা করবে প্রজ্ঞান। চাঁদে সূর্য ডুবে গেলে প্রজ্ঞানেরও কাজ শেষ। কারণ, সূর্যের আলো না থাকলে তার কোনও শক্তি আর অবশিষ্ট থাকবে না।প্রজ্ঞানের ছ’টি চাকা।
এর গতি খুবই কম, সেকেন্ডে এক সেন্টিমিটার মাত্র। ছয় চাকায় ভর করে এই গতিতেই চাঁদের বুকে ঘুরে বেড়াবে প্রজ্ঞান। হিসাব মতো, চাঁদে এক দিন সম্পূর্ণ হতে পৃথিবীর হিসাবে সময় লাগে প্রায় ২৮ দিন। অর্থাৎ, চাঁদের এক বেলা পৃথিবীর ১৪ দিনের সমান। এই ১৪ দিনই চাঁদে কাজ করতে পারবে প্রজ্ঞান। সেই অনুযায়ী সমস্ত পরিকল্পনা করেছে ইসরো।