স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ আগস্ট।। মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক যাত্রী পরিষেবা বজায় রাখতে অটোচালকদের সতর্ক করে দিলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। যাত্রী পরিষেবা স্বাভাবিক না থাকলে বাধ্য হয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। প্রসঙ্গত আগরতলা এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি নতুন কোন বিষয় নয়। প্রায় প্রতিদিনই যাত্রীদের হেনস্তার শিকার হতে হয় এই বিমানবন্দরে অটোচালকদের দ্বারা।
একাংশ অটোচালকদের দ্বারা রাজ্যের ও বহিঃরাজ্যের বিমান যাত্রীদের নাজেহাল হওয়ার খবর প্রায়ই শোনা যায়। এতে করে স্বাভাবিকভাবেই বদনাম ছড়াচ্ছে রাজ্যের। বিশেষ করে শাসকদলীয় একাংশ অটোচালক সিন্ডিকেট রাজ কায়েম করে বিমান যাত্রীদের শারীরিকভাবেও নিগ্রহ করতে পিছপা হচ্ছেন না। এ নিয়ে প্রশাসনিক আমলাদের তরফে আগেও বেশ কয়েকবার বৈঠক হয়েছে। বৈঠকে বেশকিছু প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হলেও পরবর্তী সময়ে পরিবহণ শ্রমিকরা সেগুলি মানছেন না বলে যাত্রী সাধারণের তরফে গুরুতর অভিযোগ। তারা তাদের মত করে যাত্রী পরিবহণ করার ফলে প্রায় সময়ে যাত্রী সাধারণকে হেনস্থার শিকার হতে হচ্ছে। কখনো কখনো বিষয়টি তীব্র আকার ধারণ করে। বিমান যাত্রী হেনস্থার বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে রাজ্যের পরিবহণ মন্ত্রীর নজরে আসায় নড়েচরে বসেছেন তিনি। তাই এবার পরিবহণ শ্রমিকদের কড়া হুশিয়ারি দিতে দেখা গেল পরিবহণমন্ত্রীকে।
বুধবার আগরতলা বিমানবন্দরের পুরানো টার্মিনাল ভবনের কনফারেন্স হলে পরিবহণ শ্রমিক নেতৃত্ব ও প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে জরুরী বৈঠকে বসেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে পরিবহণমন্ত্রী ছাড়াও ছিলেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব, পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, কমিশনার সুব্রত চৌধুরী, এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মিনা, ত্রিপুরা পুলিশের আইজি মনচাক ইপ্পার, পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত, পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে, ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস, চিফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর বিজয় দেববর্মাসহ বিমানবন্দরের নিরাপত্তার কাজে যুক্ত সিআইএসএফ আধিকারিকেরা।
এদিনের বৈঠকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় যাত্রী পরিষেবা ও পরিবহণ ব্যবস্থার উপর। বৈঠকে আলোচনাকালে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিমান যাত্রী হেনস্থার প্রসঙ্গ টেনে আরও একবার পরিবহণ শ্রমিকদের সতর্ক করে দিয়ে বলেন, যাত্রী হেনস্তার বিষয়টি রাজ্য সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। নিয়ম মেনে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক না রাখলে, কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে প্রশাসন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাই নিয়ম মেনে সুশৃংখলভাবে পরিবহন ব্যবস্থা চালু রাখার উপর গুরুত্ব আরোপ করেন পরিবহণমন্ত্রী।