ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে, বিস্ফোরক মন্তব্য বিধায়ক বীরজিৎ সিনহার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ আগস্ট।। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে। প্রাক্তন সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন বর্তমান প্রদেশ কমিটির নেতৃত্বদের নিয়ে। গোষ্ঠী বিবাদ যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না কংগ্রেসকে। বীরজিৎ গোষ্ঠী এবং বর্মন গোষ্ঠীর এই বিরোধ বহু পুরনো।

তাতে দল ক্রমেই ক্ষয় হচ্ছে।মঙ্গলবার কংগ্রেসের ভ্রাতৃপ্রতিম সংগঠন কংগ্রেস ফিশারম্যান কমিটির উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে কংগ্রেস কিভাবে লড়াই করবে তার জন্য বর্তমান পরিচালন কমিটিকে রূপরেখা বেঁধে দিয়েছিলাম।কিন্তু বিজেপিকে পরাস্ত করতে এই পথে এগিয়ে যায়নি কমিটি। সুতরাং বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য থাকলে সেই রূপরেখা অনুসরণ করা দরকার ছিল বর্তমান প্রদেশ কংগ্রেসের কমিটির।আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালায় বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে একটি হল ত্রিপুরা। রাজ্যের সকল অংশের মানুষের উন্নয়ন করতে চাইলে রাজ্য সরকার দেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে উন্নয়ন পরিষদ গঠন করতে পারে।

এটি গঠন করা মানে সকল অংশের মানুষের কাছে সরাসরি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া।বিধায়ক বীরজিৎ সিনহাকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আশীষ কুমার সাহাকে প্রদেশ সভাপতি নিযুক্ত করেছে কংগ্রেস হাইকমান্ড। আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মণের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বর্মন গোষ্ঠীর। অন্যদিকে সম্প্রতি এআইসিসির ওয়ার্কিং কমিটিতে স্থায়ী সদস্য হিসেবে সুদীপ রায় বর্মনকে জায়গা দেয়া হয়েছে। এইসব বিষয়গুলি নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা অনেকটাই মনোক্ষুণ্ণ হয়েছেন বলে সূত্রের দাবি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *