স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২২ আগস্ট।। পুর পরিষদ ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে কৈলাসহর শহরের পানিচৌকি বাজার, সেন্ট্রাল রোড সহ বেশ কয়েকটি এলাকায় অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলা হয়। অবৈধভাবে দোকান ঘর নির্মানের ফলে বাজারে এবং শহরের রাস্তা ছোটো হচ্ছে। পথচারীদের অসুবিধা হচ্ছে। বড় গাড়ি শহরের বাজারে প্রবেশ করতে পারছে না। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি বাজারে প্রবেশ করতে পারে না। তাছাড়া শহর অপরিচ্ছন্ন থাকছে, নোংরা হচ্ছে।
মহকুমাশাসক প্রদীপ সরকার জানান, প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভাবেই কৈলাসহরের বিভিন্ন বাজার এলাকায় অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলা হচ্ছে। কিছুদিন পূর্বে কৈলাসহরের গৌরনগর বাজারে এবং ভগবান নগর এলাকায় জেলা হাসপাতাল চত্বরে অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলা হয়েছে। তাছাড়া টিলাবাজার, বাবুরবাজার, ইরানি ইত্যাদি এলাকায়ও অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়েছে।
এদিনের অভিযানে ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার, ডেপুটি মাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, ডেপুটি মাজিস্ট্রেট রাজীব দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। আগামীদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন মহকুমাশাসক প্রদীপ সরকার।