জম্মু, ২২ আগস্ট : নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ব্যর্থ হল বড় সন্ত্রাসবাদী চক্রান্ত । সোমবার গভীর রাতে নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরের জাতীয় সড়কে আইইডি শনাক্ত করে ও তারপর সেটা ধ্বংসও করে। আইইডি উদ্ধারের পর ওই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি রয়েছে ধরে নিয়ে পুরো জাতীয় সড়ক জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।
অমরনাথ যাত্রার ক্ষতি করতেই এই আইইডি লাগিয়েছিল সন্ত্রাসবাদীরা, বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে, এই আইইডি শনাক্ত করতে আরও তিন ঘণ্টা দেরি হলে জম্মুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। নিরাপত্তা বাহিনী তার অভিযানের ফলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে তাকে নিরাপদে ধ্বংস করে। এ সময় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।আইইডি উদ্ধারের পর ওই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি রয়েছে ধরে নিয়ে পুরো জাতীয় সড়ক জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।জম্মুর এসএসপি চন্দন কোহলি জানিয়েছেন, সোমবার গভীর রাতে প্রায় সাড়ে ১২টা নাগাদ জম্মুর নাগরোটায় হাইওয়ের পাশে একটি সন্দেহজনক বস্তু দেখা যায়। সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তদন্ত শুরু হয়।
তারপর ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। তদন্তের সময় সন্দেহজনক বস্তুটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলে প্রমাণিত হয়।বম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস)ঘটনাস্থলে পৌঁছে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে আইইডিটিকে নিরাপদে নিষ্ক্রিয় করে। এরপর পুরো মহাসড়কে তল্লাশি চালিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ঘটনার পর, মহাসড়কের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।