উত্তরকাশী, ২২ আগস্ট : মহারাষ্ট্রের এক তীর্থযাত্রী পা পিছলে যমুনা নদীতে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে কাজ শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)।মঙ্গলবার সকালে যমুনোত্রী নদীর খারাডির সামনে মহারাষ্ট্রের এক বয়স্ক তীর্থযাত্রী যমুনাতে পুজো দিতে গিয়েছিলেন।
তখন তার পা পিছলে তিনি নদীতে ভেসে যান।সূত্রের তরফে জানা গিয়েছে, এসডিআরএফ তাঁকে সন্ধানের জন্য অভিযান চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত প্রবীণ তীর্থযাত্রীর সম্পর্কে কিছুই পাওয়া যায়নি। জানা গিয়েছে, ৬০ বছর বয়সী এক তীর্থযাত্রী যমুনোত্রী হাইওয়ের কিসালা গ্রামের কাছে গাদি টোকের একটি হোটেলে বসবাস করছিলেন। মঙ্গলবার সকালে তিনি যমুনার তীরে পুজো দিতে গেলে পা পিছলে নদীতে ডুবে যান।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।