শিমলা সহ ১০টি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

শিমলা, ২২ আগস্ট : শিমলা সহ ১০টি জেলায় ভারী বৃষ্টিপাতের দরুণ কমলা সতর্কতা জারি করা হয়েছে।হিমাচল প্রদেশে আবারও ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে হিমাচল প্রদেশের বেশিরভাগ এলাকা মেঘলা রয়েছে। শিমলা সহ ১০টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

২৫ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।শিমলার মৌসম ভবনের নির্দেশক সুরেন্দ্র পাল জানিয়েছেন, মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে আগামী তিনদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, ২৩ ও ২৪ আগস্ট ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং ২৫ আগস্ট হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া দফতর আগামী তিন দিন এই জেলাগুলিতে ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছে। স্থানীয় মানুষজনকে বাড়ি থেকে বের হওয়ার সময় সতর্ক থাকতে বলেছে। জনসাধারণ ও পর্যটকদের ভূমিধস প্রবণ এলাকা এবং নদী-নালার তীর এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ২৭ আগস্ট পর্যন্ত রাজ্যে আবহাওয়া খারাপ থাকবে বলেও জানিয়েছে মৌসম ভবন।

ভূমিধসের কারণে ২৮০টি রাস্তা বন্ধ থাকবে। মান্ডি জেলায় ১৬২টি, সোলানে ৩২টি, কুল্লুতে ২৫টি রাস্তা অবরুদ্ধ রয়েছে। মান্ডি জেলার এনএইচ-২১ এবং কুল্লুর এনএইচ-৩০৫ বন্ধ রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার সাগর চন্দ্র জানান, সংযোগ সড়ক সাময়িকভাবে বন্ধ থাকায় সিজার মোড় থেকে জোগনি মাতা মন্দির পর্যন্ত অনেক যানবাহন আটকে রয়েছে। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিকল্প পথে কুল্লু থেকে মান্ডির দিকে যানবাহন পাঠানো হয়। বাজাউড়া-কামান্দ সড়কেও বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *