লক্ষ্য ৭৫টি আসন, ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস

রায়পুর, ১৯ আগস্ট।। ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল বলেছেন, আমাদের লক্ষ্য ৭৫টি আসন। শনিবার রায়পুরে এক সাংবাদিক সম্মেলনে বেণুগোপাল বলেছেন, আমাদের টার্গেট ৭৫টি আসন, আমরা অবশ্যই জিতব।

ছত্তিশগড়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির ইনচার্জ কুমারী সেলজা বলেছেন, আগামী ২ সেপ্টেম্বর রাহুল গান্ধী রায়পুরে বৈঠক করবেন। ৮ সেপ্টেম্বর ফের রাজ্যে আসবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অনেক দলের নেতা রাজ্যে আসবেন, আমরা প্রিয়াঙ্কা গান্ধীকেও রাজ্যে আমন্ত্রণ জানাচ্ছি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *