তেলিয়ামুড়া – খোয়াই সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত চারজন

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৯ আগস্ট।। তেলিয়ামুড়া খোয়াই সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত চারজন। তেলিয়ামুড়া থানাধীন লালটিলা এলাকায় একটি যাত্রীবাহী অটোর সঙ্গে নম্বরের একটি মালবাহী ছোট গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় উভয় গাড়িতে থাকা মোট ৪ জন। ঘটনাটি প্রত্যক্ষ করে সাধারণ মানুষজন খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের।

খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের অভিযোগ,অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে এলাকার একাংশ উশৃংখল ও মদ্যপ অবস্থায় থাকা যুবকেরা তাদের গাড়ি ঘিরে ধরে এবং তাদের মারধরের চেষ্টা করে। পরবর্তীতে সচেতন মানুষজনদের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহতরা হলেন প্রণব দাস, তাপস দাস ও সুজিত দাস। পরে স্থানীয় মানুষজন অপর আরেক ব্যাক্তিকে ঘটনার স্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। জানা গেছে, ওই ব্যক্তির নামও তাপস দাস। তারা সকলেই মোহরছড়া এলাকার বাসিন্দা।

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে আহত চারজনকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করে। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।এদিকে এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকার একাংশ উশৃংখল ও মদ্যপ যুবকেরা মিলে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করতে রাতের অন্ধকারেই নাকি প্রায় ৩০ মিনিট সময় তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধ করে রেখেছিল। যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতির স্বাভাবিক হয় বলে খবর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *