লেহ, ১৯ আগস্ট।। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার পূর্ব লাদাখের প্যাংগং লেকে বাইক চালালেন। যেখানে তিনি একটি পর্যটক শিবিরে রাত্রিযাপন করবেন। দলীয় সূত্রে জানা গেছে, রাহুল তাঁর বাবা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন (২০ আগস্ট) প্যাংগং লেকে উদযাপন করবেন।
রাহুল শনিবার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে বাইক চালানোর ছবি আপলোড করেন এবং জানান, প্যাংগং লেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাহুল গান্ধী এর আগে শুক্রবার লাদাখে তার সফরের সময়, লেহ-তে ৫০০ জনেরও বেশি যুবকের সাথে একটি অধিবেশন করেছিলেন।
কংগ্রেসের লেহ জেলার মুখপাত্র এবং এলএএইচডিসি-লেহ-তে বিরোধী দলের নেতা, সেরিং নামগ্যাল বলেছেন, “শুক্রবার লেহ-তে একটি অডিটোরিয়ামে রাহুল গান্ধী ৫০০ জনেরও বেশি যুবকের সাথে ৪০ মিনিটের একটি ইন্টারেক্টিভ সেশন করেছিলেন।”কংগ্রেস নেতা বৃহস্পতিবার এই অঞ্চলে দুই দিনের সফরে লেহ পৌঁছেছেন। তবে তার সফর ২৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।