বিলোনীয়া যোগমায়া কালিবাড়ির শতবর্ষ দুর্গোৎসব কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৯ আগস্ট।। শতবর্ষ প্রাচীন বিলোনিয়া শহরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পূণ্য পিঠস্থান যোগ মায়া কালিবাড়ি। দেখতে দেখতে যোগমায়া কালিবাড়ির দুর্গোৎসব ৯৯ বছর পার করে শতবর্ষে পা রাখতে চলছে। শতবর্ষ দুর্গোৎসবকে স্মরনীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় শতবর্ষ দুর্গোৎসব কমিটি।

রক্তদান মহৎ দান, রক্তের মাধ্যমে একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে । এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল এগারোটা নাগাদ যোগমায়া কালিবাড়ি কমিটির উদ্যোগে নাট মন্দিরে রক্ত দানের মত মহৎ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দূর্গোৎসবকে সামনে রেখে আয়োজিত রক্তদান শিবিরে আলোচনা রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন রক্তদানের মধ্যে দিয়ে একজন মূমুর্ষ রোগী কে বাঁচানো সম্ভব, রক্তদানের উপর আর কোন দান নেই।প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতি তিন মাস অন্তর রক্তদান করতে পারে।সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে স্বেচ্ছায় সকল অংশের জনগণ কে রক্তদানে এগিয়ে আসার আহ্বান রাখেন। পাশাপাশি যোগমায়া কালিবাড়ি কমিটির এই ধরনের কর্মসূচি হাতে নেওয়ায় তাদের সাধুবাদ জানান। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই দিনের আয়োজিত রক্তদান শিবিরের সুচনা করেন বিলোনিয়া পুর পরিষদের পুরপিতা নিখিল চন্দ্র গোপ।

সাথে ছিলেন ডিসিএম অরিজিৎ কুমার পাল , মহাকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস , যোগমায়া কালী বাড়ির কমিটির সভাপতি ডাঃ জগদীশ নমঃ, সম্পাদক পরিতোষ পাল, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিমল কলই , বিশিষ্ট সমাজকর্মী গৌতম সরকার। অতিথিদের আলোচনার পর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে দারুণ উৎসাহ পরিলক্ষিত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *