চন্ডীগড়, ১৯ আগস্ট।। প্রবল বর্ষার বৃষ্টিতে দিশেহারা অবস্থা পাঞ্জাবে। পাঞ্জাবের আরও ৮৯টি গ্রাম চলে গেল জলের তলায়। ফাজিলকা, তরন তারন, ফিরোজপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ৮৯টি গ্রামের ২২,৪৫৫ জন মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার পর্যন্ত ১৩০টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ২১৯টি গ্রামের ৬০ হাজারের বেশি মানুষ বন্যার জলে আক্রান্ত হয়েছেন। যদিও, যদিও পাঞ্জাব গত তিন দিনে নগণ্য বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে, হিমাচলের বৃষ্টিতেই এই ভয়াবহ পরিস্থিতি পাঞ্জাবে।