খান্ডোয়া, ১৮ আগস্ট : মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার সানওয়াদ সড়কের দৌলতপুরা ফাটের কাছে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সাথে একটি গাড়ির ব্যাপক সংঘর্ষ হয়।বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচ যুবকের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কাসরাওয়াদ তহসিলের পাঁচ যুবক ব্যবসায়িক কাজে পুনাসায় এসেছিলেন। রাতে ফেরার সময় পুনাসা চৌকির দৌলতপুরা ফাটে দুর্ঘটনা ঘটে। সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। গাড়িতে আটকে থাকা দেহগুলো বার করতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে।
পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় রাতেই মৃতদেহ পুনাসা হাসপাতালে পাঠানো হয়। এসপি জানিয়েছেন, নিহতরা সবাই খারগোন জেলার বাসিন্দা। পুনাসা কমিউনিটি হেলথ সেন্টারে ময়নাতদন্তের পর শুক্রবার সকালে স্বজনদের কাছে দেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পুনাসা থানা পুলিশ মামলা দায়ের করে তদন্ত করছে।