দুই কেন্দ্রের উপনির্বাচন নিয়ে দলের নেতৃত্বদের সাথে বৈঠক করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ আগস্ট।। ৫ সেপ্টেম্বর বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এই দুই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ধনপুর কেন্দ্র শাসক বিজেপির দখলে গিয়েছিল গত নির্বাচনে। অন্যদিকে বক্সনগর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থী। বিধানসভা নির্বাচনে বামেদের সাথে আসন সমঝোতা করেছিল কংগ্রেস। এই উপনির্বাচনে কংগ্রেস কোন পথে হাটবে এনিয়ে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা দলের রাজ্য নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছেন। সেই সাথে ভিডিও কনফারেন্সে দলের হাইকমান্ডের সাথেও ভার্চুয়াল বৈঠক করেছেন।

এদিকে, গতকাল জনজাতি দিবস প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালন করা হয়। তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয় প্রদেশ কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস ভবনে জনজাতি নেতৃত্বদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার পাশাপাশি সকল রাজ্য নেতৃত্বই উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কিছুদিনের মধ্যে জনজাতি জনগোষ্ঠীর লোকেদের থেকে প্রদেশ কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান করা হবে। সদস্য সংগ্রহ করা হবে অফলাইনের মাধ্যমে।

তাছাড়া উপজাতি জেলা পরিষদের ১২৫ তম সংশোধনী বিল যা কংগ্রেসের নেতৃত্বে বারো বছর আগে সংসদে বিল আকারে পাস করানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু গত ৯ বছরে বিজেপি সরকার যা করে উঠতে পারেনি। সেই বিলে ছিল ষষ্ঠ তহশীলে অধিক ক্ষমতা প্রদান করা। উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ডাইরেক্ট ফান্ডিং তথা সরাসরি অর্থ প্রদানের ব্যবস্থা করা। উপজাতি এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করা সহ একাধিক জনকল্যাণমুখী দাবি ছিল।সেই দাবিগুলি নিয়ে ত্রিপুরা উপজাতি কংগ্রেস প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ডিসেম্বীরে দিল্লিতে এক ধর্না কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের এই বৈঠকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *