স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ আগস্ট।। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সাথে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপে পদকপ্রাপ্ত রাজ্যের ক্যারাটে খেলোয়াড়গণ ও কোচ রিয়ান এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সম্প্রতি কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহণ করে রাজ্যের ক্যারাটে খেলোয়াড়রা বিভিন্ন বিভাগে ২টি স্বর্ণ পদক, ৩টি রৌপ্য পদক ও ৮টি ব্রোঞ্জ পদক পেয়েছে। সাক্ষাতকারের সময় মুখ্যমন্ত্রী পদকপ্রাপ্ত প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড়দের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।