স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৯ আগস্ট।। মাহফুজ মিয়া নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে বুধবার দুপুরে যাত্রাপুর থানার অন্তর্গত পশ্চিম ভবানীপুর গ্রামে। পাশের বাড়ির মিঠুন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
এলাকাবাসীদের দাবি গতকাাল রাতে পাশের বাড়িতেই অন্য যুবকদের সাথে গভীর রাত পর্যন্ত ছিল মাহফুজ মিয়া। তারপর তার নিজ বাড়িতে আসেনি। বাড়িতে না আসায় সকালবেলায় পরিবারের অন্যান্য লোকজন এবং তার মা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথায় গেল তার কোন সন্ধান পাওয়া যায়নি। সে পেশায় একজন কৃষিজীবী ছিলেন।
বুধবার তার জমিতে ধানের চারা লাগানোর কথা ছিল। বাড়িতে আবার ধানের চারা লাগানোর জন্য শ্রমিক এসে হাজির। কিন্তু মালিকের নেই দেখা। এই অবস্থায় তার মা দেখতে পায় বাড়ির পাশেই একটি বক্স কালভার্টের নিচে কাপড় দিয়ে মোড়ানো কি জানি একটা পড়ে আছে।তখন মা নালার ভিতরে নেমে কাপড়টি সরিয়ে দেখে মাহফুজ মিয়ার মৃতদেহ। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত দেবনাথ, ইন্সপেক্টর অরুপ দেববর্মা, সাব ইন্সপেক্টর তপন দাস সহ বিশাল পুলিশ ও টিএসআর ঘটনাস্থলে পৌঁছে । কিছুক্ষণ পরে পৌঁছে ফরেন্সিক টিম।যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রতবাবু জানান মৃতদেহে কোন আঘাতের চিহ্ন নেই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেছে। মাহফুজকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি।