‘মেরি মিট্টি মেরা দেশ’ কর্মসূচীর সূচনা করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ আগস্ট।। ‘মেরি মিট্টি মেরা দেশ – অর্থাৎ আমার মাটি আমার দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের সাথে উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্য থেকেও শুরু হল মাটি সংগ্রহের কাজ। বুধবার থেকে সারাদেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে যা আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। দেশের সব পঞ্চায়েত থেকে মাটি সংগ্রহ করে অমৃত কলসে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেই মাটি দিয়ে অমৃত বাটিকা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ড অফিসে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই কর্মসূচির। এদিনের আয়োজিতঅনুষ্ঠানে অমৃত কলসে বাটিকার জন্য মাটি সংগ্রহ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরবর্তীতে এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ওয়ার্ড অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপণও করেন তিনি। পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে ক্রমান্বয়ে মাটি সংগ্রহ করে অমৃত কলস সংরক্ষিত করে রাখা হবে আগরতলা পুর নিগমে। পরবর্তীতে অমৃত কলসে সংগৃহীত সেই মাটি দিল্লিতে পাঠানো হবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আগামী ২৪ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সারা রাজ্য থেকে সংগৃহীত অমৃত কলস আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজধানীর উদ্দেশ্যে পাঠাবেন বলে জানিয়েছেন মেয়র। প্রধানমন্ত্রী এর আহবানে সাড়া দিয়ে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগরতলা পুর নিগমের তরফে হর ঘর তিরঙ্গা ও মেরি মিট্টি মেরা দেশ দুটি কর্মসূচিকে সফল রূপ দিতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *