গন্ডাছড়ায় বৃষ্টিতে বসত ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ে গুরুতর আহত দম্পতি

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৭ আগস্ট।। প্রায় এক সপ্তাহের টানা বৃষ্টির ফলে বসত ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ে গুরতর আহত স্বামী এবং স্ত্রী। গুরুতর আহত স্বামী স্ত্রীর শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় দুজনকেই উন্নত চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গন্ডাছড়া এলাকায়।

ঘটনাটি ঘটে সোমবার ভোরে। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত মনোরঞ্জন দাস পাড়ার বাসিন্দা উপেন্দ্র বিশ্বাস। অন্যান্য দিনের মতোই রবিবার রাতে খাওয়াদাওয়া সেরে উপেন্দ্র বিশ্বাস(৫৫) এবং তার স্ত্রী শুকণ্যা বিশ্বাস (৫০) শুইয়ে পড়েন। সোমবার ভোর নাগাদ হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকারে বাড়ীর অন্যান্য ঘর থেকে পরিজনরা বেরিয়ে এসে দেখতে পায় উপেন্দ্র এবং তার স্ত্রী দুজনেই নিজ বসত ঘরের ধসে পড়া মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে আছে।

সঙ্গে সঙ্গেই দুজনকে উদ্বার করে পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গন্ডাছড়া মহকুমার দমকল বাহিনী। জরুরী ভিত্তিতে গুরুতর আহত দম্পতিকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে পৌঁছায় দমকল কর্মীরা। কিন্তু আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গেই স্বামী উপেন্দ্র বিশ্বাস এবং তার স্ত্রী শুকণ্যা বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

প্রসঙ্গত গত বুধবার থেকে গোটা গন্ডাছড়া মহকুমায় টানা বৃষ্টিপাত হচ্ছে।গ্রামবাসীদের ধারণা লাগাতর বৃষ্টির ফলে বসত ঘরটির মাটির দেওয়াল বৃষ্টিতে ভিজে ঘরের ভিতরে ভেঙে পড়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *